75Th pOsT : অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়


এ মাসের কবি ডিসেম্বর ২০১৩ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়

ছোটবেলা কেটেছে খড়গপুরে। গত বছর পাঁচেক ধরে বেলঘড়িয়ার বাসিন্দা পেশায় সাংবাদিক অর্ঘ্য। আদ্যন্ত বৈখরীয়ান অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের কবিতার প্রথম বই ডিসেম্বর সংহিতা জানুয়ারি ২০১৩-তে প্রকাশ পেয়েছে বৈখরী ভাষ্য থেকেই। ডিসেম্বর সংহিতা-র কবির জন্মমাস... হ্যাঁ... ডিসেম্বর। সাল ১৯৮২। অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের কবিতা লেখার সাদা প্যাড থেকে ছিঁড়ে নিয়ে আসা সদ্যোজাত কিছু কবিতা এবার এই পাতায়...




অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের কবিতা



জ্বর সেরে যাবে। দখল হবে মুহূর্ত। ডানা-পালক। একা অথবা দোকা অথবা প্রথম। হেমন্তের শিশির গুনতে গুনতে পরবর্তী পাখির দাঁড়ি, কমা, ওডিকোলন। আবার রোদ উঠল। ঘাস মসৃণ নয়। হলুদের দূরত্বে বাড়ী। পাশ ফেরাকে অতিক্রম করল আরও একটা দিন।

     স্টার্ট নেবো তাই গরম। স্নায়ু।



ডট



বারুদ ধামসে উঠে পড়ল নাম
কাঙালপনার সময় ঠোঁট ডাকছে
টাট্টুঘোড়ার ক্রশকান্ট্রি
ফোটোজেনিক

ডানা থেমে আছে
শুধু রাস্তা বইবার
ভ্রমরা



ডাইরী



পাহাড়ে হয়েছে ঘড়ি কারখানা
আলোকণার ওটুকু ব্যাঞ্জনে
বিছানা তুলে রাখি
কৌটোবন্দি আমার ড্রয়িংরুম
রাবারের দুধ জমে
একটা ডাইরী
জীবিকাহীন গুণিতক
নখের মহড়া নেয়
কয়েক টুকরো
ইশারা ভাঙ্গার ঝিলিক
অচেনা বন্ধুবারে ঢেউ
নতুন নৌকো



বাদাম



সারাদিন জোড়া বাদামের গায়ে
কয়েক মিনিট ফিনকি হল হাসির
বাস থেকে নেমে পড়ল
সারারাত টইটই তৈলাক্ত মাড়োয়া
বাদামীর ভাঙ্গা ভাঙ্গা ঢেউ

হেই অন্বয়!

কি রাতের ফসল
কাজুটোনো বাজে ভোরে
ঘুমধাক্কা
মাংসাশী সবুজ কোথায়
ক্ষয়ে গেছে রাত্রিপড়াহাতে
দিনজোড়া বাদামফুলের



তৈজসপত্র



মিষ্টি পড়ছে স্ক্রীন
আমার সুন্দরের পাশে উঠছে
তোমার সুন্দর
এইতো লোকাল ধরবো ভোরের প্রথম
কোথায় রাজার বাড়ী
হাতির স্নানজল
ধাক্কা হচ্ছে ওভারহেড
লুকিয়ে ঠাণ্ডা শোয়া
আবার বড্ড সুন্দরের দরজা
বড্ড দরজার পাশে



তৈজসপত্র



সেই শব্দ
অথবা চরাচর
ঘুম
চারিদিকে চাঁদ
অথবা ডেকে উঠল যে
অনুশোচনার বমি দিয়ে
ক্লান্ত করে
সিনড্রোম হয়ে আছে
প্রতিটা শিশির
আলো
যেন চিন্তার কমলা
ভাঁজ করে তুলে রাখছে
নদীর পেটের কাছে
মাছের পেট



অর্ধমৃত কবিতার পাশে... নিরন্তর এস্রাজ

অনুলিখন -১



অথৈ উপকরণ খেলছে
ওরা প্রশংসা চায়
ওরা চায় ওদের সমীপে গান হোক
ঘন মহাকাশ
আরেকটু ঈর্ষায়
ত্রিভুজ চতুর্ভুজ
তাদের চরিত্রে
নিঃসঙ্গতা জ্বালে
পূর্বদিকে খোলা
শিশুর তফাত
আলাদা
সকাল-দুপুর



অনুলিখন



ভোরের অসুখ গড়ায়
তোমার মুখের আলো
যত্ন
পেয়ারা বাগানে
স্বাতন্ত্র্যের উজ্জ্বল অমেরুদন্ডী
যেমন ডানার পাখি
বিচ্ছিন্ন গেরুয়া
তাদের হাজার হাজার ভালবাসবার
দেরী হল
পূর্ণিমাতে রঙ
কপালে ক্রমশ জ্বলে উঠছে
অসুখের একগুচ্ছ শুভেচ্ছাসেনানী



অনুলিখন



তুলনাগুলোতে
মসৃণ পাহাড়
ভালবাসবার রঙ
পৃথিবী যেদিকে গড়ায়...
মুখে মুখ
কাঁচে কাঁচে
অকৃত্রিমবৃদ্ধবনিতা
পেলব দিয়ে গুণকরা শরীর
তটের সদস্যপদ
নক্ষত্রের হাওয়া